বিরোধীরা নয়, এবার খোদ পৌরসভার অনুষ্ঠান বয়কট করলেন ১১ কাউন্সিলর। যে ঘটনাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে! প্রশ্ন উঠছে তাহলে কি এমন অনুষ্ঠানের পিছনে রয়েছে কোন কারচুপি? কেননা বয়কটের শামিল হওয়া ১১ কাউন্সিলার যা দাবী করছেন তার রীতিমত বিস্ফোরক।
দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে তা বয়কটের ডাক দিলেন দুবরাজপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর বলে দাবি কাউন্সিলরদের। তাদের দাবি কাউন্সিলরদের অন্ধকারে রেখেই এই অনুষ্ঠান করতে চাইছেন এবং তাদেরকে উপেক্ষা করেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমস্ত কিছুই করছেন এবং তারা হিরো হতে চাইছেন বলে দাবি কাউন্সিলরদের। রবিবার দুবরাজপুর পৌরসভায় কাউন্সিলারা সাফ জানিয়ে দেন যে পৌরসভার ৫০ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে তা তারা বয়কট করলেন এবং সেই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন না।
আরও পড়ুন: রাত জেগে চুলের স্টাইল, সিউড়িতে বামদেবের বিসর্জনে তুমুল ঝড় তুলতে প্রস্তুত যুবরা
যদিও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানিয়েছেন, যা আয়োজন করা হয়েছে তা সবার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। এমনকি অনুষ্ঠানের ক্ষেত্রেও অনেকের পরামর্শ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আবারও তাদের সঙ্গে আলোচনা করা হবে।
দুবরাজপুর পৌরসভা ১৬ কাউন্সিলর গঠিত। এক্ষেত্রে যদি ১১ কাউন্সিলারই এমন অনুষ্ঠানের বয়কট করেন তাহলে কি হবে অনুষ্ঠানের সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
