কালী প্রতিমা নিরঞ্জনে দুর্ঘটনা! আহত সিউড়ির ২ মহিলা পুলিশ কর্মী

কালী প্রতিমা বিসর্জনকে ঘিরে রবিবার বীরভূমের সিউড়ি শহরের আনাচে-কানাচে মেলার রূপ নিয়েছিল। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা শহরের বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছিলেন প্রতিমা নিরঞ্জন দেখার জন্য। আর এই প্রতিমা নিরঞ্জনের সময়ই ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় আহত হলেন সিউড়ির দুই মহিলা পুলিশ কর্মী।

রবিবার রাতে প্রতিমা নিরঞ্জনের সময় সিউড়ি থানার অন্তর্গত বিবেকানন্দ ক্লাবের প্রতিমা নিরঞ্জনের পথে যাচ্ছিল। সেই সময় এমন দুর্ঘটনা বাধে সিউড়ির মসজিদ মোড় এলাকায়। কিভাবে দুর্ঘটনা ঘটলো?

আরও পড়ুন: পৌরসভার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে কারচুপি? বয়কট খোদ দুবরাজপুরের ১১ কাউন্সিলরের!

জানা যাচ্ছে, প্রতিমা নিরঞ্জনের সময় আগুন নিয়ে খেলা দেখাচ্ছিলেন কয়েকজন। তারা পেট্রোল বা দাহ্য কোন তরল নিয়ে সেই খেলা দেখাচ্ছিলেন। এমন সময় সেই দাজিহ তরল কোনোভাবে ছিটকে এসে ওই দুই পুলিশ কর্মীর পায়ে পড়ে। আর তারপরেই আগুন ধরে যায়।

তড়িঘড়ি সেখানে উপস্থিত থাকা অন্যান্যরা ওই দুই মহিলা পুলিশ কর্মীর পায়ের জুতো খুলে দেন এবং তাদের চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় ওই দুই পুলিশ কর্মীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়েছে।

আহত দুই পুলিশ কর্মীর মধ্যে একজন হলেন জয়শ্রী চৌধুরী, যিনি সিউড়ি থানার একজন লেডি কনস্টেবল এবং তিনি কর্মরত অবস্থাতেই আহত হন। অন্যদিকে আরেকজন হলেন শুক্লা দাস বৈরাগ্য, যিনি সিউড়ি থানার আওতায় রিপোর্টিং করে সোমবার ডিউটি জয়েন করতেন।