আদিবাসী যুবতীকে কুকথা তৃণমূল নেতার ছেলের! রাজনগরে ঠিক কী ঘটেছিল?

রাজনগর কলেজের ছাত্রী, ২১ বছর বয়সী আদিবাসী এক যুবতী বাড়ি ফেরার সময় তৃণমূল নেতার ছেলে ও তার সঙ্গী সাথীরা তারপর আটকে কু প্রস্তাব দেন। যে প্রস্তাব রীতিমত ওই আদিবাসী যুবতীর মান সম্মান নিয়ে টানাটানি করে। তবে ওই যুবতী বিষয়টি ধামাচাপা না দিয়ে বাড়িতে জানান এবং তারপরেই রাজনগর থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করলেও অভিযোগ মূল অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে প্রথমে গ্রেফতার করে নি। যদিও পরে অভিযুক্ত তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করে এবং আদালতে পেশ করে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হলে তাকে ৭ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: চেন্নাইয়ে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার উত্তরপ্রদেশে! আশ্চর্য ঘটনায় হতবাক বীরভূম

রাজনগরের এই ঘটনায় যিনি অভিযুক্ত তিনি হলেন রাজনগর ব্লকের তৃণমূল সহ সভাপতি রানা প্রতাপ রায়ের ছেলে কৌশিক রায় ও তার এক সঙ্গী।

বিজেপির অভিযোগ, যাকে অর্থাৎ তৃণমূল নেতার ছেলেকে এতদিন পুলিশ ধরেনি কারণ সে প্রভাবশালী ঘরের ছেলে বলে। এখন চাপে পড়ে গ্রেপ্তার করেছে। সবচেয়ে বড় বিষয় হলো সে এতদিন এলাকার সবচেয়ে বড় তৃণমূল নেতার বাড়িতেই লুকিয়ে ছিল। যদিও বিষয়টি নিয়ে রাজনীতি করছে বিজেপি বলে দাবি করছে তৃণমূল।