চাকরিপ্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র এলে সেই আনন্দ বলে বোঝানোর নয়। ঠিক সেই রকমই ঘটনা এবার দেখা গেল বুধবার। কেননা বুধবার জেলা প্রশাসনের তরফে ৪৭ জন চাকরি প্রার্থীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল।
বীরভূম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা প্রশাসনের হাত ধরে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে তারা এখনো পর্যন্ত ১৭০০ জনকে নিয়োগ করতে সক্ষম হয়েছেন। আগামী দিনে আরও ১০৫০ জনকে নিয়োগ করা হবে। ১০৫০ জনকে নিয়োগের জন্য ইতিমধ্যেই রাজ্যের কাছে অনুমতির আবেদন পাঠানো হয়েছে। সেই আবেদন মঞ্জুর হলেই ফের চাকরি।
আরও পড়ুন: SIR আতঙ্ক? ইলামবাজারে বৃদ্ধের মৃত্যু নিয়ে যা বললেন অনুব্রত
শুধু গ্রুপ ডি নয়, এর পাশাপাশি জেলা পুলিশের জুনিয়র কনস্টেবল পদেও কয়েক হাজার নিয়োগ হয়েছে। আবারও জুনিয়র কনস্টেবল পদে প্রচুর নিয়োগ হবে বলে জানা যাচ্ছে বীরভূম জেলা প্রশাসন সূত্রে।
মূলত এদিন সেই সকল চাকরিপ্রার্থীদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয় যারা ডেউচা পাচামি কয়লা শিল্প প্রকল্পের জন্য জমি প্রদান করেছেন। অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে বিদায়ী জেলাশাসক বিধান রায় সহ অন্যান্যরা চাকরির নিয়োগপত্র তুলে দেন।
