উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয় শুক্রবার। শুক্রবার এই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই মেধা তালিকাও জানা যায়। আর সেই মেধাতালিকা সামনে আসতেই দেখা যায় সিউড়ির চন্দ্রগতি স্কুলের নাম জ্বলজ্বল করছে রাজ্যে। কেননা ওই একই স্কুলের দুই ছাত্র দ্বিতীয় ও নবম স্থান অধিকার করেছে।
পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় সিউড়ি চন্দ্রগতি স্কুলের ছাত্র তপব্রত দাস দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার এমন সাফল্যে খুশি তার পরিবার ও স্কুল। তার কথা থেকে জানা যাচ্ছে, ভালো ফলাফল হবে এমনটা তার আশা থাকলেও অবশ্য দ্বিতীয় স্থান অধিকার করবে এমনটা সে ভাবতে পারেনি।
রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করার পর তপব্রত জানিয়েছে, আগামী দিনের সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই। তপব্রতর প্রতিটি বিষয়ে একটি করে গৃহশিক্ষক রয়েছেন। তাদের কাছে পড়াশোনার পাশাপাশি প্রায় চার ঘন্টা করে সে পড়াশোনা করে আসছে। পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতেও ভালবাসে। তপব্রতর বাবা পেশায় একজন শিক্ষক এবং মা পেশায় নার্স।
আরও পড়ুন: চাকরির বৃষ্টি বীরভূমে! নিয়োগপত্র পেলেন এত জন, আরও ১০৫০ জনকে নিয়োগ করবে জেলা প্রশাসন
অন্যদিকে ওই স্কুলেরই শুভায়ন মন্ডল এবার নবম স্থান অধিকার করেছে। তপব্রতর মতোই সুভায়নের ফলাফল খুশিতে ভরিয়ে দিয়েছে স্কুল ও পরিবারকে। সুভায়ন গৃহশিক্ষকদের কাছে পড়াশোনার পাশাপাশি প্রায় ছয় ঘন্টা বাড়িতে পড়াশোনা করত বলে জানিয়েছে। তার ইচ্ছে আগামী দিনে চিকিৎসক হওয়ার। তার বাবা পেশায় শিক্ষক এবং মা গৃহবধূ।
মাধ্যমিকে মাত্র এক নম্বরের জন্য মেধাতালিকায় জায়গা করতে পারেনি সুভায়ন। আর সেই আক্ষেপ থেকেই জেদ মাথায় চড়ে তার এবং সেই জেদের ফলাফল দেখা যায় উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্টে।
