মঙ্গলবার থেকে রাজ্যে বাড়ি বাড়ি যাওয়ার শুরু করেন বিএলও এবং বিএলও টুরা। তারা মূলত বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির পাশাপাশি সেই ফর্ম কিভাবে ফিলাপ করতে হবে ইত্যাদি বুঝিয়ে দেন। আর বিএলওদের এইভাবে বাড়ি বাড়ি গিয়ে যাচাই প্রক্রিয়া শুরু হতেই রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর।
এসআইআর নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। অনেকে আতঙ্কিত হচ্ছেন বলে দাবি করা হচ্ছে, আবার অনেকে চাইছেন এই এসআইআর দরকার রাজ্যে। আর এসবের মধ্যেই ফর্ম নিয়েও নানান প্রশ্ন দেখা গিয়েছে সাধারণ মানুষদের মধ্যে।
আরও পড়ুন: দলবিরোধী কাজ করছেন অনুব্রত? SIR নিয়ে কাজল শেখের মন্তব্যে উঠছে প্রশ্ন
তবে সিউড়িতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি এবং ফর্ম কিভাবে ফিলাপ করতে হবে তা বোঝানোর পর সেই ফর্ম একেবারেই কঠিন নয় বলে দাবি করতে দেখা গেল বিজেপি ও তৃণমূল দুই দলেরই বিএলও টুদের। পাশাপাশি কোনরকম অপ্রীতিকর ঘটনাও সামনে আসেনি।
অন্যদিকে বিএলও জানিয়েছেন, এই সবে ফর্ম দেওয়ার কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা সামনে আসেনি। তবে ধাপে ধাপে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি হচ্ছে তা বোঝা যাবে।
