ফসল গেল, আশাও গেল—বাঁচার লড়াইয়ে চাষিরা একা। এ বছর বীরভূম জেলায় ধান চাষ ভালোই হয়েছিল। মাঠজুড়ে সবুজ ধান গাছ দেখে চাষিরা ভেবেছিলেন, এবার ফলন হবে চমৎকার। কিন্তু ঠিক ধান কাটার সময়েই আক্রমণ করেছে শোষক পোকা। কয়েক দিনের মধ্যেই পুরো ফসল নষ্ট হয়ে গেছে।
একজন চাষি বললেন, “ধানের শিষে কিছুই নেই, পোকা সব খেয়ে নিয়েছে। এখন মাঠে শুধু খর পড়ে আছে।” অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, তাই এখন তাঁদের মাথায় হাত—ঋণ শোধ করার উপায় নেই।
আরও পড়ুনঃরাতের অন্ধকারে আদিবাসী মহিলার সঙ্গে…! চিকিৎসা করাতে এলে পুলিশের সঙ্গে বচসায় জড়াল বিজেপি
রাজনগর, সিউড়ি, তাঁতিপাড়া, খয়রাশোল, দুবরাজপুর, ইলামবাজার—সব জায়গাতেই একই অবস্থা। চাষিরা ধান কাটছেন ঠিকই, কিন্তু ফলনের বদলে মাঠে পড়ে আছে পোকার ধ্বংসের চিহ্ন।
আমাদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য—ধানের গন্ধের বদলে এখন বাতাসে ভাসছে পরিশ্রম হারানোর কষ্ট আর নিঃশব্দ আর্তনাদ।
