রাজ্যে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এস আই আর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় চলাকালীন বিএলওদের পাশাপাশি রাজনৈতিক দলের নির্দিষ্ট করে দেওয়া কর্মীরাও বিএলএ হিসাবে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি যাবেন। যাতে করে কোথাও কোনরকম প্রশ্ন না থাকে। তবে এবার এই বিলএলএ ২ কে ঘিরেই রহস্য দানা বাঁধতে শুরু করলো দুবরাজপুরে।
অভিযোগ দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কাপাসতোর গ্রামের ১৫৩ নম্বর বুথের এক তৃণমূল সমর্থককে বিজেপি জালিয়াতি করে বিএলএ টু হিসেবে নিযুক্ত করেছে। সোশ্যাল মিডিয়া থেকে তার ছবি এবং সই জাল করে এমনটা করা হয়েছে। তিনি বিষয়টি জানার পর ইতিমধ্যেই বিডিও অফিসে অভিযোগ জানিয়েছেন।
খুব তাড়াতাড়ি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হবে ১০ বেডের ডায়ালাইসিস পরিষেবা
এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে, এসআইআর কেউ সমর্থন করছে না আর সেই কারণেই এমন করছে বিজেপি। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা দাবি করেছেন, যার কথা বলা হচ্ছে অর্থাৎ প্রসেনজিৎ বাদ্যকর তিনি বিজেপি করেন এবং তিনি বিজেপির বুথ সভাপতি। তাকে এখন জোর করে ভয় দেখিয়ে এসব করাচ্ছে তৃণমূল। এমনকি সে বিজেপি নয় তৃণমূল সমর্থক সেটাও ভয় দেখিয়ে বলা করানো হচ্ছে।
