এ যেন সিনেমা! তবে রিল নয় বরং রিয়েলেই দেখা গেল অবিশ্বাস্য দৃশ্য। দেখা গেল এক স্বামী তার স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে। আর এরই সঙ্গে সঙ্গে ভেঙে দিলেন তাদের নয় বছরের বিবাহবন্ধন।
নয় বছর আগে সাঁইথিয়ার বাপি মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল তারাপীঠের পঞ্চমী মন্ডলের। দু’বছর বাদে তাদের এক সন্তানও হয়। সংসার চলছিল ঠিকঠাকই, তবে মাস আটেক আগে সেই সম্পর্কে আসতে আসতে চির ধরতে শুরু করে। তারপর বাপি মন্ডলের বিরুদ্ধে সাংসারিক ঝামেলার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন পঞ্চমী মন্ডল এবং তিনি বাপের বাড়ি চলে যান।
আরও পড়ুনঃ স্কুলের প্রিয় শিক্ষকের বদলি মেনে নিতে পারছেন না পড়ুয়ারা, গেট বন্ধ করে দেখালেন বিক্ষোভ
এসবের মধ্যেই দিন দুয়েক আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যে ভিডিওতে দেখা যায় বাপি মন্ডল তার স্ত্রী পঞ্চমী মন্ডলকে তুলে দিচ্ছেন এক যুবকের হাতে। পরবর্তীতে জানা চাই ওই যুবকের সঙ্গে পঞ্চমী মন্ডলের সোশ্যাল মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। এমন ঘটনা রীতিমতো ভাইরাল হয়।
অন্যদিকে এই ঘটনার পর বৃহস্পতিবার বাপি মন্ডল এবং পঞ্চমী মন্ডল দুজনেই সিউড়ি আদালতে হাজির হন নিজেদের মধ্যে মিউচুয়াল ডিভোর্স ফাইল করার জন্য। তাদের মিউচুয়াল ডিভোর্স ফাইল করার পর পঞ্চমী মন্ডল তার নতুন স্বামীর কাছেই থাকবেন বলে জানিয়েছেন। যদিও তাদের সাত বছরের সন্তানের দায়িত্ব পালন করবেন প্রাক্তন স্বামী বাপি মন্ডল।
ঘটনাকে নিয়ে কেউ বলছেন এ যেন ঠিক সিনেমা, আবার কেউ কেউ প্রশংসায় পঞ্চমুখ পঞ্চমী মন্ডলের প্রাক্তন স্বামী বাপি মন্ডলের।
