বিউটি পার্লার বন্ধ করে সবেমাত্র বাড়িতে এসেছেন আর বাড়িতে আসা মাত্রই বিউটি পার্লারের মালিককে একের পর এক গুলি করা হয়। হাড়হিম করা এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে। ঘটনায় ওই বিউটি পার্লারের মালিকের শরীরে চারটি গুলি লাগে এবং তিনি গুরুতর আহত অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যাচ্ছে, রামপুরহাট মহকুমার অন্তর্গত নলহাটির পশ্চিম পাড়ার বাসিন্দা সিমা খানের উপর এমন অতর্কিত হামলা চালানো হয়। ব্ল্যাকরেঞ্জ থেকে এমন গুলি কাণ্ডে দুটি হাতে এবং দুটি কোমরে লাগে। ঠিক কি কারণে এমন ঘটনা তা এখনই স্পষ্ট না হলেও অভিযোগের তীর ওই যুবতীর স্বামীর দিকেই উঠছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই যুবতী আলাদা বাড়ি করে অন্য জায়গায় থাকতেন বলে জানিয়েছেন আহত যুবতীর আত্মীয়া মনিরা খাতুন।
আরও পড়ুনঃঝগড়াঝাঁটি নয়! দুবরাজপুর পৌরসভার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসে বার্তা অনুব্রতর
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কেন এমন কাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
