পৌষমেলা নিয়ে সুখবর! বিশ্বভারতীর বড় সিদ্ধান্তে এবার মেলা হবে আরও সুন্দর

বিশ্বভারতীর বড় সিদ্ধান্তে এবার পৌষমেলা হবে আরও আকর্ষণীয়। জাতীয় পরিবেশ আদালতের ছাড়পত্র নিয়েই হবে ঐতিহ্যবাহী পৌষমেলা। ২৩ ডিসেম্বর থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হবে মেলা। ৬ দিন চলবে। শান্তিনিকেতন ট্রাস্টের সঙ্গে বৈঠক করে প্রাথমিক সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে এবার স্টলের প্লট বুকিংয়ের ক্ষেত্রে যেকোন ধরনের দূর্নীতি রুখতে যথেষ্ট কড়াকড়ি করা হবে, বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ প্রতি বছর পৌষমেলায় প্লট বুকিংকে কেন্দ্র করে ব্যপক দূর্নীতির অভিযোগ উঠে আসে৷

পরিবেশ আদালতকে গুরুত্ব দিয়ে, তাদের নির্দেশ মতই মেলা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। মেলা যেমন হয়, ৬ দিনেরই হবে। তবে প্লট বুকিংয়ের ক্ষেত্রে প্রতি বছরই কড়াকড়ি করা হয়, এবার আরও কড়াকড়ি করা হবে৷

আরও পড়ুনঃ বিউটি পার্লারের মালিককে লক্ষ্য করে ৪ গুলি! গুরুতর যখন অবস্থায় ভর্তি হাসপাতালে

২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেসকো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ স্বীকৃতি দিয়েছে৷ এই তকমা পাওয়ার পর এবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের আয়োজনে দ্বিতীয় ঐতিহ্যবাহী পৌষমেলা হতে চলেছে৷
ইতিমধ্যেই বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য প্রবীর কুমার ঘোষের তত্ত্বাবধানে একটি মেলা সংক্রান্ত আভ্যন্তরীণ বৈঠক হয়েছে৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকেরা। ছিলেন, শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার৷