আহমেদপুর-কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির দাবিতে রাজ্যসভার সাংসদের দ্বারস্থ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

আহমেদপুর-কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি ও যাত্রীসুবিধা উন্নয়নের দাবিতে মঙ্গলবার বোলপুর শান্তিনিকেতনে হাজির হন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম রাহুল মন্ডল, সুবীর সেন, সদানন্দ দত্ত, বাপি মন্ডল এবং অশোক ঘোষ। বোলপুর শান্তিনিকেতনের রতন পল্লী গেস্টহাউসে দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মিক জির সঙ্গে (মধ্যপ্রদেশ)।

সংগঠনের পক্ষ থেকে সাংসদের হাতে একটি বিস্তারিত দাবিপত্র তুলে দেওয়া হয়। আলোচনায় মূলত এই রুটে সরাসরি কলকাতাগামী ট্রেন শুরু করা, সকালে ও রাতে যাত্রীদের উপযোগী সময়ে ট্রেন চালু করা, এবং দীর্ঘদিনের অবহেলিত এই লাইনে পরিষেবা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে আসে।

আরও পড়ুনঃ গৃহবধূদের লক্ষ্মীর ভাঁড়ে রাখা চালে চলছে আস্ত আশ্রম, মানুষ হচ্ছে কত কত অনাথ শিশু

সাংসদ সুমিত্রা দেবী সংগঠনের আবেদনে সাড়া দিয়ে আশ্বাস দেন, এই দাবিপত্র তিনি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেবেন। পাশাপাশি তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি নিজেও উচ্চস্তরে কথা বলবেন এবং দাবিপত্রের সরকারি রিসিভ কপি সংগঠনের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

যাত্রী সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘‘এই রুটের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতের সমস্যার মুখে পড়েন। ট্রেন বৃদ্ধি হলে শুধুমাত্র যাতায়াতই নয়, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান—সব ক্ষেত্রেই উপকার পাবেন সাধারণ মানুষ।’’

স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের আশা, সাংসদের এই প্রত্যক্ষ হস্তক্ষেপে দীর্ঘদিনের দাবি এবার বাস্তবায়নের পথে এগোবে।