সিউড়ির ফেসবুক মিট আপে বিরিয়ানি-মেডেল নিয়ে কাড়াকাড়ি! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকলো সিউড়ি

রাজ্যে বিভিন্ন জায়গার ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউব ভিডিও ক্রিয়েটর ইত্যাদিদের নিয়ে মিটাপের আয়োজন করা হয়ে থাকে। ঠিক সেই রকমই সিউড়িতে এমনই একটি মিটাপের আয়োজন করা হয়েছিল। তবে সেই মিট আপ পরবর্তীতে চরম বিশৃঙ্খলার মঞ্চ হয়ে দাঁড়াবে তা হয়তো কেউ ভেবে উঠতে পারেননি।

মিট আপ ভালোভাবে শুরু হলেও বেলা করানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় বিশৃঙ্খলা। মূলত বিরিয়ানি এবং মেডেল নিয়ে বিশৃঙ্খলার সূত্রপাত বলে জানা যাচ্ছে। এই মিট আপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অনেকেই দাবি করছেন, এমন বাজে মিট আপ কোথাও কোনদিন হয়নি।

আরও পড়ুনঃ আহমেদপুর-কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির দাবিতে রাজ্যসভার সাংসদের দ্বারস্থ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

মিট আপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের থেকে ৩০০ টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে অংশগ্রহণকারী অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আসা কনটেন্ট ক্রিয়েটরদের। কিন্তু তার পরিবর্তে জঘন্য এরেঞ্জমেন্ট করা হয়েছে বলে দাবি। বেলা সাড়ে তিনটে পেরিয়ে গেলেও লাঞ্চের ব্যবস্থাপনার আয়োজকরা করতে পারেননি বলে অভিযোগ করেছেন অনেকেই।

আর এসবের মধ্যেই বিরিয়ানি আর মেডেল নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে চরম বৃশৃঙ্খলা দেখা যায়। একদিকে যেমন বিরিয়ানির প্যাকেট কে আগে নেবেন তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়, ঠিক সেই রকমই আবার মেডেল আয়োজকদের থেকে কেড়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি ছেড়াছেড়ি শুরু করে দেওয়া হয়। এই সকল ঘটনার ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়।