দুঃসাহসিক চুরি! বন্ধ ৩ গ্রামের জল সরবরাহ, এমন চুরি আগে কখনো দেখেননি গ্রামবাসীরা

অনেক রকমই দেখেছেন রাজ্যের বাসিন্দারা, তবে এই রকম চুরি আগে কখনো দেখেননি বলেই গ্রামবাসীরা দাবি করছেন। এত দূর পর্যন্ত শুনে আপনার মনেও হয়তো কৌতুহল জাগবে, কি এমন চুরির ঘটনা ঘটলো? তাহলে চলুন দেখে নেওয়া যাক বীরভূমের দুবরাজপুরের গরগরা গ্রামের দুঃসাহসিক চুরির ঘটনা।

দুবরাজপুরের গরগরা গ্রামের দুবরাজপুর গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের আস্ত ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার কেটে ট্রান্সফরমার নামিয়ে তার মধ্যে থাকা সরঞ্জাম খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। বহু চুরির ঘটনা ঘটতে দেখা গেলেও এইরকম চুরির ঘটনা সচরাচর নজরে আসে না, অন্ততপক্ষে এলাকার বাসিন্দারা এমনটাই বলছেন।

আরও পড়ুনঃ আহমেদপুর-কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধির দাবিতে রাজ্যসভার সাংসদের দ্বারস্থ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

এমন চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে আপাতত জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ। যে তিনটি গ্রামে জল সরবরাহ বন্ধ সেই তিনটি গ্রাম হল হেতমপুর, কেন্দুলা এবং গড়গড়া। যতক্ষণ না নতুন ট্রান্সফরমার লাগানো হচ্ছে ততক্ষণ জল সরবরাহ করা যাবে না বলেই জানিয়েছেন ওই প্রকল্পের সিনিয়র অপারেটর রবীন্দ্রনাথ চক্রবর্তী। পাশাপাশি তিনি জানিয়েছেন কিভাবে বিষয়টি তাদের নজরে এলো।