একজন সাংসদের গাড়ির সামনেই এমন ঘটনা ঘটলো বৃহস্পতিবার। যে সাংসদের গাড়ির সামনে এমন ঘটনা ঘটেছে তিনি আবার রাজ্যের শাসকদলের সাংসদ শতাব্দী রায়। কেন এমন ঘটনা ঘটলো? ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলছেন সাংসদ থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
বৃহস্পতিবার বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত গাংটে গ্রামের SIR ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। আর সেখানেই এমন তুমুল কান্ড বেঁধে যায়।
আরও পড়ুনঃ দুঃসাহসিক চুরি! বন্ধ ৩ গ্রামের জল সরবরাহ, এমন চুরি আগে কখনো দেখেননি গ্রামবাসীরা
যা জানা যাচ্ছে তাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ থেকেই এমন ঘটনার সূত্রপাত। ঘটনার মোড় এমন জায়গায় পৌঁছয় যে স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার ভাইয়ের সঙ্গে তৃণমূলের অন্যগোষ্ঠীর লোকজনেদের হাতাহাতি বাঁধে এবং পুরো ঘটনা ঘটে সাংসদ শতাব্দী রায়ের সামনেই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাদের গাড়িতে তুলে সরিয়ে নিয়ে যেতে হয় সাংসদকে।
যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শতাব্দী রায় দাবি করেছেন, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও ঘটনায় অনেকেই রয়েছেন যারা সিপিআইএম এবং বিজেপি সমর্থক। এছাড়াও স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ সম্পর্কে তিনি জানান, শুধু অভিযোগ করলেই হবে না প্রমাণ হতে হবে।
