সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের রাস্তা নরক যন্ত্রণার থেকে কম কিছু নয়!

সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে নিত্যনতুন বিভিন্ন পরিষেবা চালু হচ্ছে। আবার কোন কোন পরিষেবার পরিধি আরো বৃদ্ধি করা হচ্ছে। তবে এসবের মধ্যেই প্রদীপের নিচে অন্ধকারের মত নরক যন্ত্রণার সমান হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে ঢোকার সামনের রাস্তা।

সিউড়ি super speciality হাসপাতালের ১০ তলা বিল্ডিং এর গেট শুরু হওয়া থেকে ইমারজেন্সি ওয়ার্ড পর্যন্ত রাস্তা কঙ্কাল সমান হয়ে দাঁড়িয়েছে। যে রাস্তা দিয়ে কোন গাড়ি হয়তো যাতায়াতের ক্ষেত্রে তেমন সমস্যায় পড়বে না, কিন্তু সমস্যায় পড়ছেন যারা হুইলচেয়ার অথবা স্ট্রেচারে করে যাতায়াত করছেন। রাস্তার অবস্থা বর্তমানে এমন যে গুরুতর রোগীর ওই রাস্তাতেই বড় ঘটনা ঘটে যেতে পারে।

আরও পড়ুনঃ রেলগেট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে সিউড়ি! জোড়া আরওবি উদ্বোধনের অপেক্ষা

বিষয়টি নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর পরিবারের সদস্যরা প্রশাসনের নজরদারির আবেদন জানিয়েছেন। অন্যদিকে এই পরিস্থিতির বিষয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারেরও দাবি রাস্তার উন্নয়ন।