SIR: এসআইআর ফর্ম ফিলাপ যাতে সবাই করেন সেই বার্তায় বারবার দিতে গিয়ে দেখা গিয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। ঠিক একইভাবে এবার তাকে দুবরাজপুরে বিএলএদের সঙ্গে কথা বলতে গিয়ে নতুন দাবি করতে দেখা গেল। তিনি বলেন, কেউ বাদ যাচ্ছে না তো? কেউ যেন বাদ না যায়। বাদ গেলেই কিন্তু এনআরসি হবে।
মঙ্গলবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দুবরাজপুরের যশপুরে তৃণমূলের এসআইআর (SIR) সহায়তা শিবিরে উপস্থিত হয়েছিলেন। সেখানেই তাকে এমনটা বলতে দেখা যায়। এর পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, ২০০২ ভোটার লিস্টে নাম না থাকলেও যেন সবাই ফরম ফিলাপটা করেন। পরে যখন লিস্ট বেরোবে তখনো যদি কারো নাম না থাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে নাম আনবেন। কেউ এখান থেকে কাউকে তাড়াতে পারবেনা বলে জানিয়েছেন তিনি।
