গুগলের সাথে জুটি বেঁধে নতুন স্মার্টফোন আনছে Jio, সামনে এলো ফিচার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গুগলের সাথে হাত মিলিয়ে নতুন স্মার্টফোন আনতে চলেছে জিও এমনটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। আর এবার সেটাই ঘোষণা করলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। রিলায়েন্স সংস্থার ৪৪ তম এজিএম অনুষ্ঠানে এই নতুন স্মার্টফোনের ঘোষণা করলেন তিনি। বিশ্বের মোস্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোন হবে এই জিওর এই ফোনটি বলে দাবি করা হচ্ছে।

Advertisements

Advertisements

হার্ডওয়ার থেকে সফটওয়্যার সবক্ষেত্রেই জিওর এই নতুন স্মার্টফোন গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দেবে বলে দাবি করা হচ্ছে। গুগলের সাথে জুটি বেঁধে এই স্মার্টফোন আনার কারণে একাধিক ফিচার যুক্ত হচ্ছে যা অন্যান্য স্মার্টফোন সংস্থাকে কড়া টক্কর দেবে বলেও মনে করা হচ্ছে। জিওর তরফে স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে JioPhone Next।

Advertisements

তবে ভারতে এই স্মার্টফোনের দাম কত হতে চলেছে তা সম্পর্কে এখনই সংস্থার তরফে সামনে আনা হয়নি। দাম জানা যাবে আগামী ১০ সেপ্টেম্বর। ওই দিন অর্থাৎ গণেশ চতুর্দশীর দিন থেকেই এই স্মার্টফোন বিক্রি শুরু হবে।

JioPhone Next এর জন্য গুগোল আলাদা করে একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে বলে জানা গিয়েছে। যে অপারেটিং সিস্টেম হবে কাস্টম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এই ফোনে অগমেন্টেড রিয়েলিটি ফিল্টার সহ একটি ক্যামেরা থাকবে। পাশাপাশি থাকবে রেগুলার অ্যান্ড্রয়েড আপডেট সাপোর্ট।

এই নতুন স্মার্টফোন আনার পরিপ্রেক্ষিতে রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছেন, ভারতে এখনো ৩০০ মিলিয়ন মোবাইল ইউজার রয়েছেন যারা ২জি ফোন ব্যবহার করে থাকেন। কারণ তারা একসাথে একবারে ৪জি স্মার্টফোন ব্যবহারের জন্য অর্থ ব্যয় করতে অক্ষম। আর এই সকল কথা ভেবেই এই নতুন ফোন আনা হচ্ছে এবং আগামী দিনে তা বিশ্বের প্রতিটি কোনায় লঞ্চ করার পরিকল্পনা রয়েছে।

Advertisements