সোনালী খাতুন, যিনি এখন জেলার পাশাপাশি রাজ্য, দেশে অন্যতম চর্চিত একজন মহিলা। কেননা তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লিতে পুলিশের হাতে আটক হয়েছিলেন এবং তাকে বাংলাদেশে পাঠানো হয়েছিল বাংলাদেশী অভিযোগে। যদিও শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে তিনি আবার বীরভূমের পাইকরে ফিরে আসছেন। তবে তিনি এই মুহূর্তে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা অন্তঃসত্তা সোনালী খাতুনকে হাসপাতালে দেখা করতে তৃণমূলের তাবড় তাবড় নেতাদের পা রাখতে দেখা যাচ্ছে। দুদিন আগেই হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, আর এবার তার সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
আরও পড়ুনঃ তৃণমূলকে পেটালো তৃণমূল! ভয়ঙ্কর কাণ্ডে বীরভূমে প্রাণ গেল একজনের, আহত ২
কাজল শেখ এদিন সোনালী খাতুনের সঙ্গে দেখা করার পাশাপাশি তাকে দু লক্ষ টাকার একটি চেক দিয়ে আর্থিকভাবে সাহায্য করেন। কাজল শেখ জানিয়েছেন, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি থেকে এই টাকা তার হাতে তুলে দেওয়া হয়।
