বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন ডেপুটি কমান্ড্যান্টের বাড়িতে দিনের পর দিন অত্যাচার চালানোর অভিযোগ প্রতিবেশীদের একাংশের বিরুদ্ধে। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরের ভুবনডাঙ্গা এলাকায়। সম্প্রতি ওই বাড়িতে পেট্রোল ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
ভারতীয় জামান দিদার শেখের বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তার স্ত্রী সানিমা বিবি দাবি করেছেন, তারা যাতে এলাকা ছেড়ে পালান তার জন্য দিনের পর দিন অত্যাচার করে চলেছেন এলাকার কিছু মানুষ। কখনো মলমূত্র ত্যাগ করে দেওয়া, কখনো রঙ ছিটিয়ে দেওয়া ইত্যাদি কাজ তো লেগেই থাকতো আর এখন পেট্রোল ছুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও পাইপলাইন ও ইলেকট্রিক সংযোগ কেটে দেওয়া হয়েছে। তার আরও অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও সেই ভাবে পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না।
আরও পড়ুনঃ পৌষ মেলায় জট! পৌষ মেলা বাঁচাও কমিটির বিক্ষোভ, পাঁচ দফা দাবি দাওয়া
ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য অভিযুক্তদের দাবি, ওই বিএসএফ ও তার পরিবার যেদিন থেকে এলাকায় এসেছেন সেই দিন থেকে তাদের নানান ভাবে অত্যাচার করে আসছেন তারা।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ ও পাল্টা অভিযোগের রীতিমতো সরগরম ওই এলাকা। পুলিশ দুই পক্ষের বক্তব্য শুনে প্রকৃত সত্য বের করতে তদন্ত শুরু করেছে। সেই তদন্তের ফলাফল সামনে এলেই জানা যাবে আসল দোষী কে বা কারা।
