চাষের কাজে কতটা কষ্ট তা তারাই জানেন যারা চাষের কাজে নিযুক্ত। মাথার ঘাম পায়ে ফেলে চাষীদের চাষ করতে হয়, চাষের ক্ষেত্রে বহু সময় আবার পোকা ইত্যাদির জন্য ফসল নষ্ট হতে দেখা যায়। আর এই পরিস্থিতিতে চাষের ক্ষেত আগুনে পুড়ে যাওয়া মানে চাষীদের কতটা অসহায় পরিস্থিতি তা চাষিরাই বোঝেন।
সম্প্রতি বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামের রেল লাইনের ধারে থাকা ধানক্ষেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়া দশ বিঘা জমির মধ্যে চার বিঘা জমির পাকা ধান সম্পূর্ণভাবে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আর এত এত ক্ষতির মুখে পড়ে স্বাভাবিকভাবেই চাষীদের চোখে জল দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ পাম্প চালিয়েও জীবিত কুন্ডের জল খালি করা যাচ্ছে না, তারাপীঠে নতুন কৌতূহল, উপচে পড়ছে ভিড়
যে জায়গায় এমন ঘটনাটি ঘটে সেই জায়গাটি হল সিউড়ি ১ ও ২ নম্বর ব্লকের সংযোগস্থল, কাখুড়িয়া থেকে ধনঞ্জয় বাটি যাওয়ার রাস্তার পাশেই। হঠাৎ গ্রামের মানুষেরা জমিতে আগুন লাগার বিষয়টি দেখতে পান এবং গ্রামবাসীদের খবর দিয়ে নিজেদের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মাঠে পাকা ধান ও শুকনো খড় থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
