Maa Fullara Express: ‘মা ফুল্লরা এক্সপ্রেস’ ট্রেনের দাবি জোরদার, এবার শুভেন্দু অধিকারীকে চিঠি দিল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন

Maa Fullara Express: মা ফুল্লরা এক্সপ্রেস নামে একটি ট্রেন চালানোর দাবি দীর্ঘদিন ধরেই করতে দেখা যাচ্ছে বীরভূমের আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে। তাদের যাতায়াতের সুবিধা থেকে শুরু করে মা ফুল্লরা মন্দিরের মতো এলাকায় পর্যটন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে প্রস্তাবিত ট্রেনটি। আর এরই পরিপ্রেক্ষিতে এবার নতুন এই ট্রেনের দাবি জোরদার করতে দেখা গেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকে।

আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চালানোর পাশাপাশি এবার বিষয়টি নিয়ে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন। সরাসরি তার হাতে নিজেদের দাবি-দাওয়া নিয়ে চিঠি তুলে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার লাভপুরে এসেছিলেন। সেখানে তিনি একটি সভা করেন। আর সেই স্বভাব শেষেই অ্যাসোসিয়েশনের সদস্যরা বিরোধী দলনেতার হাতে চিঠি তুলে দেন।

আরও পড়ুন: চালু হল সিউড়ি দীঘা নতুন এসি ভলভো বাস, জানুন সময়সূচী থেকে ভাড়া

মা ফুল্লরা এক্সপ্রেস (Maa Fullara Express) নামে প্রস্তাবিত যে ট্রেনটির দাবি করার হচ্ছে সেই ট্রেনটি রামপুরহাট ও হাওড়ার মধ্যে যাতায়াত করুক এমনটাই দাবি তাদের। ট্রেনটি আহমেদপুর লাভপুর কীর্নাহার কাটোয়া ব্যান্ডেল হয়ে যাতায়াতের দাবি তুলেছেন তারা।ট্রেনটি যাতে সকালবেলায় রামপুরহাট ছেড়ে হাওড়ার দিকে রওনা দেয় এবং সন্ধ্যায় আবার রামপুরহাটের দিকে রওনা দেয় এমনই দাবি রাখা হয়েছে।

শুভেন্দু অধিকারী ছাড়াও ওই একই সভায় প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, জেনারেল ম্যানেজার এবং ডিআরএমের উদ্দেশ্যেও চিঠি দেওয়া হয়।