Dubrajpur: দুবরাজপুরের বুকে প্রথম রাতে ক্রিকেট খেলার আয়োজন, তদারকিতে পুলিশ

Dubrajpur: গত ১৬ নভেম্বর থেকে দুবরাজপুরের ইসলামপুর যুবকবৃন্দের পরিচালনায় শুরু হয়েছিল IPL-এর আদলে দুবরাজপুর প্রিমিয়ার লিগ (DPL) ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২১ ডিসেম্বর চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে দুবরাজপুর পৌর ক্রীড়া কেন্দ্রে। এই প্রথম দুবরাজপুর শহরে রাতে কোন ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে। যা নিয়ে খেলা উদ্যোক্তা এবং দর্শক প্রত্যেকেই মুখিয়ে রয়েছেন এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য। ইতিমধ্যেই মাঠে লাগানো হচ্ছে লাইট। লাইট লাগানোর জন্য ১২টি টাওয়ার তৈরি করা হয়েছে। গোটা মাঠ সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালাবে। লাইভ খেলার ব্যবস্থাও করা হচ্ছে, পাশাপাশি আরো বেশ কিছু আধুনিক ব্যবস্থাও থাকছে এই ক্রিকেট ফাইনালে বলে জানালেন অন্যতম উদ্যোক্তা শেখ সাদ্দাম হোসেন।

এমন আয়োজনের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ডিএসপি (ক্রাইম) প্রতীক রায় ও দুবরাজপুর থানার ওসি মনোজ সিং দুবরাজপুর পৌর ক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন। তারা এই ক্রিকেট খেলার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢোকা বেরোনোর জন্য কতগুলো রাস্তা রয়েছে তা তারা দেখে নেন। ফাইনাল খেলা দেখতে আসা মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেদিকেই বিশেষ নজর দেওয়া হয়। এছাড়াও পার্কিংয়ের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সমস্ত কিছু দেখে নেন তারা।