Visva-Bharati University: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বুধবার মধ্যরাতে বিক্ষোভে নামতে দেখা গেল ছাত্রীদের। তাদের এমন বিক্ষোভের মূল কারণ হলো খাবার। পর্যাপ্ত টাকা পয়সা দেওয়া সত্বেও খাবারের গুণগত মান নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং এরই পরিপ্রেক্ষিতে তারা বিক্ষোভে সামিল হন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কি কি অভিযোগ শুনে নেব।
বুধবার মধ্যরাতে ছাত্রীরা সঠিক মান বজায় রেখে খাবারের দাবিতে আন্দোলনে নেমে থালা বাজিয়ে গান গেয়ে বিক্ষোভ দেখান। অন্ততপক্ষে চার ঘন্টারও বেশি সময় ধরে তারা বিক্ষোভ দেখানোর পর আধিকারিকরা কথা বলতে এলেও কোন সদুত্তর তারা দেননি।
অন্যদিকে এমন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ছাত্রীরা আশঙ্কা করছেন, তাদের ওপর প্রাতিষ্ঠানিক শাস্তি গ্রহণ করার হলেও হতে পারে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য বিশ্বভারতী কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
