Durga Puja: দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নেওয়াকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা

Durga Puja: নানুর বিধানসভার দাসকলগ্রাম কড়েয়া ২ নম্বর অঞ্চলের কড়েয়া গ্রামে দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসাব নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এই ঘটনাকে ঘিরে গ্রামে দুই পক্ষের মধ্যে তীব্র গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুব্রত অনুগামীদের অভিযোগ তাঁরা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ায় কাজল অনুগামীদের লোকজন তাঁদের উপর হামলা চালায় ও মারধর করে। অন্যদিকে, কাজল অনুগামীদের দাবি, এই ঘটনায় তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ ঘটনাটিই গ্রামের দুর্গাপুজোর (Durga Puja) সরকারি অনুদানের হিসাব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিবাদ থেকেই সংঘর্ষের রূপ নেয়।

আরও পড়ুনঃ রাত পোহালেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বিশ্বভারতীর পৌষ মেলা! শিশুদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

সংঘর্ষে দুই পক্ষ মিলিয়ে মোট ১০ জন আহত হন। আহতদের প্রথমে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কীর্ণাহার থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই পক্ষের মোট চারজনকে আটক করেছে।