Anubrata Mondal: “বিধানসভা ভোটের খেলা আলাদা, আর এই খেলা সম্পূর্ণ আলাদা” এমনই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল।
বোলপুরে বেঙ্গল সুপার লিগের খেলা শুরু হয়েছে। সেই খেলা দেখতে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মাঠে উপস্থিত থাকাকালীন সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, বেঙ্গল সুপার লিগের খেলার সঙ্গে বিধানসভা ভোটের কোনও তুলনা চলে না। তাঁর কথায়, “বিধানসভা ভোটের খেলা আলাদা, আর এই খেলা সম্পূর্ণ আলাদা।”
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের মতে, বিধানসভা নির্বাচনে ভিন্ন রকম ‘খেলা’ হওয়ার ইঙ্গিতই দিয়ে গেলেন তিনি। তবে তিনি নিজে সেই নির্বাচনে সক্রিয়ভাবে খেলবেন কি না? এই প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল কোনও সরাসরি উত্তর না দিয়ে তা এড়িয়ে যান। দিনসাতেক আগেই মন্ত্রী চন্দ্রনাথ সিংহাকে নিয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল খেলা শুরু হওয়া প্রসঙ্গে হাসির ছলে বলেছিলেন, ‘আজ থেকে খেলা শুরু হলো, শেষ হবে ভোটের পর।’
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভোটের আগে ফের একবার সুর চরাচ্ছেন অনুব্রত মণ্ডল বলেই দাবি করা হচ্ছিল। তবে এবার অনুব্রত মণ্ডল স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন, ওটা আলাদা খেলা, আর এটা আলাদা খেলা।
অনুব্রত মণ্ডলের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। যে সকল জল্পনার মধ্যে অনেকেই মনে করছেন, বিধানসভা নির্বাচনে ভিন্ন রকম খেলা হওয়ার ইঙ্গিতই হয়তো তিনি দিয়ে গেলেন। যদিও ভোটের খেলা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল সরাসরি অনেক প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান।
