আপনার নামে অন্য কেউ Sim তোলেনি তো, যাচাই করুন এইভাবে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় একজন নাগরিকের কাছে আধার সহ অন্যান্য নথি কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি এতক্ষণে সকলেই টের পেয়ে গেছেন। যে কারণে আধার এবং অন্যান্য সেই সকল নথির অপব্যবহার থেকে বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই অপব্যবহারের ক্ষেত্রে রয়েছে সিম কার্ডের তালিকাও। অনেকের অজান্তেই লক্ষ্য করা গিয়েছে তার আধার বা অন্যকোন ডকুমেন্ট দিয়ে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করছেন। আর এই অপব্যবহার রুখে দিতে Trai নিয়ে এলো একটি বিশেষ পোর্টাল।

Advertisements

Advertisements

ভারতের টেলিযোগাযোগ বিভাগ কোন ব্যক্তির নামে কতগুলি সিম কার্ড রয়েছে তা জানার জন্য যে পোর্টালটি এনেছে তার মাধ্যমে খুব সহজেই জানা যাবে ওই গ্রাহকের আধার নম্বরের সাথে কতগুলি মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে। টেলিযোগাযোগ বিভাগের তরফ থেকে এই পোর্টালের নাম দেওয়া হয়েছে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট এন্ড কনজিউমার প্রটেকশন (TAFCOP)। এই পোর্টালের মাধ্যমে যেমন গ্রাহকরা তাদের আধার নম্বরের সাথে সংযুক্ত থাকা মোবাইল নম্বর লিস্ট দেখতে পাবেন, ঠিক তেমনই কোন নম্বরের সিম ব্যবহার না করলে তার ডিসকন্টিনিউ করতে পারবেন।

Advertisements

এই লিস্ট চেক করার জন্য ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট https://tafcop.dgtelecom.gov.in/ এ যেতে হবে। সেখানে প্রথমেই আপনার মোবাইল নম্বরটি দিতে হবে এবং একটি ওটিপি জেনারেট করে নিতে হবে। ওটিপি জেনারেট করে নেওয়ার পর সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করে দিতে হবে।

এর পরেই স্বয়ংক্রিয়ভাবে টেলিযোগাযোগ বিভাগের এই পোর্টাল আপনার দেওয়া নম্বরের ডকুমেন্ট অনুযায়ী সেই ডকুমেন্টের সাথে আর কোন কোন নম্বর সংযুক্ত রয়েছে তার তালিকা সামনে নিয়ে আসবে। এখন এই তালিকায় যদি এমন কোন নম্বর থাকে যেটি ওই গ্রাহক ব্যবহার করছেন না বা প্রয়োজন নেই তাহলে তিনি তা এই পোর্টালেই রিপোর্ট করে ডিসকন্টিনিউ করতে পারবেন।

সরকারের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে একজন গ্রাহক তার নামের সর্বাধিক কয়টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে নতুন এই TAFCOP পোর্টাল সেই সমস্ত ব্যক্তিদের এসএমএস করবে যাদের বর্তমানে নয়টির সিম কার্ড রয়েছে। তারা এসএমএসের সাথে দেওয়া লিঙ্কে ক্লিক করে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন।

Advertisements