বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই যেন সবকিছু বদলে যায়। বহু কিছু বদলানোর পাশাপাশি বদলে যায় বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার শাকিব আল হাসানের জীবনও। কেননা তিনি ছিলেন হাসিনা সরকারের একজন সাংসদ। হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই তাকেও বাংলাদেশ থেকে বহু ক্ষেত্রেই ব্রাত্য হতে হয়েছে। তিনি এখনো পর্যন্ত সরকারিভাবে সাদা বলের ক্রিকেট থেকে অবসর না নিলেও বাংলাদেশের টিমে তার ঠাঁই হয়নি।
দেশের জাতীয় দলের বাইরে থাকার পাশাপাশি তিন মাস হয়ে গেল তাকে কোন ফ্রাঞ্চাইজি টিমেও খেলতে দেখা যায়নি। রীতিমত তিনি ক্রিকেট জগতে বনবাস কাটাচ্ছেন বললেই চলে। তবে এবার বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম অলরাউন্ডার শাকিব আল হাসান পুনরায় ২২ গজে ফিরতে চলেছেন। তাকে পুনরায় মার্চ মাসেই দেখা যাবে ক্রিকেট ময়দানে। কিন্তু এবার তাকে বাংলাদেশের হয়ে নয়, বরং বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে।
মার্চ মাসের ১০ তারিখ থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে একটি লীগ। যার নাম দেওয়া হয়েছে এশিয়ান লেজেন্ডস লীগ। এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল খেলবে। অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়েই গঠন করা হয়েছে ওই সকল দলগুলি। আর এই লিগেই প্রত্যাবর্তন হতে চলেছে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম অলরাউন্ডার শাকিব আল হাসানের। স্বাভাবিকভাবেই সাকিব-প্রেমীরা যারা তার খেলায় মুগ্ধ তারা এখন এই লীগের দিকে তাকিয়ে রয়েছেন।
এশিয়ান লেজেন্ডস লীগে যে পাঁচটি দল খেলবে সেই দলগুলি হলো বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়ান রয়্যালস, আফগানিস্তান পাঠানস, শ্রীলঙ্কান লায়ন্স এবং এশিয়ান স্টার্স। সাকিব আল হাসান প্রথম দিকে বাংলাদেশ টাইগার্স টিমের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে তার সিদ্ধান্ত বদলান। আর সিদ্ধান্ত বদলানোর পাশাপাশি তিনি এশিয়ান স্টার্স টিমের হয়ে খেলবেন বললেই জানিয়েছেন।
সাকিব আল হাসান যে টিম অর্থাৎ ইন্ডিয়ান স্টার্স-এর হয়ে খেলবেন সেই টিমে এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়দের দেখা যাবে। এই টিমে সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশের অলক কাপালি খেলবেন। এছাড়াও এই টিমে দেখা যাবে কেদার যাদব, সৌরভ তিওয়ারি, দিলশান মুনাওয়ারা, শাহবাজ নাদিমদের মতো প্রাক্তনদের।