কাউন্সিলরদের রুমে রিলস বানিয়ে সোশ্যালে ছাড়লো তৃণমূল কর্মী, ছিঃ ছিঃ রব দুবরাজপুরে, অন্যায় হয়েছে বলছেন কাউন্সিলাররা

কাউন্সিলরদের বসা এবং বৈঠক করার যে সরকারি জায়গা সেখানেই দাঁড়িয়ে রিলস বানানো এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে দেখা গেল এক যুবককে। যে যুবক এমন কাজ করেছেন তিনি একজন তৃণমূল কর্মী বলেই দাবি করছে বিজেপি। ঘটনার পরিপ্রেক্ষিতে ছিঃ ছিঃ রব উঠেছে দুবরাজপুরে, অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কাউন্সিলর এবং চেয়ারম্যান বলছেন অন্যায় হয়েছে।

যে যুবক দুবরাজপুর পৌরসভার কাউন্সিলরদের রুমে এমন রিলস বানিয়েছেন তিনি খুরশিদ শেখ। ওই যুবকের রিলস সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তার রীতিমত ভাইরাল হয়েছে। তবে এই ঘটনা বেশকিছু প্রশ্ন তুলতে শুরু করেছে।

আরও পড়ুনঃ আবাস যোজনার বাড়ি সহ ৮ দফা দাবিতে বিজেপির ডেপুটেশন বালিজুরি গ্রাম পঞ্চায়েতে

কিভাবে সরকারি জায়গায় এইভাবে রিলস বানানোর সুযোগ ও সাহস পেলেন ওই যুবক তা নিয়ে প্রশ্ন যেমন উঠছে ঠিক সেই রকমই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। যেখানে কাউন্সিলরদের রুমের বাইরে লেখা রয়েছে ‘কাউন্সিলরদের অনুপস্থিতিতে ও অফিসের স্টাফের অনুপস্থিতিতে কক্ষে প্রবেশ নিষেধ’!

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাউন্সিলরদের রুমে এমন অঙ্গী ভঙ্গি করে রিলস বানানোর বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েননি এলাকার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভার ওই যুবকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয় বলেও দাবি করেছেন।