একাধিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখার পরিপ্রেক্ষিতে বারবার বিভিন্ন স্তরে জানানো হলেও মেলেনি সুরাহা। আর এরই পরিপ্রেক্ষিতে এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে পৌর স্বাস্থ্যকর্মীদের। ধৈর্যের বাঁধ ভাঙতেই এবার তারা অবস্থান বিক্ষোভ থেকে শুরু করে কর্মবিরতিতে নামলেন। রাজ্যজুড়ে পৌর স্বাস্থ্যকর্মীদের এমন কর্মবিরতি চলছে, ঠিক সেই রকমই পৌর স্বাস্থ্যকর্মীদের কর্ম বিরতি ও অবস্থান বিক্ষোভ দেখা গেল বীরভূমের দুবরাজপুরে।
বীরভূমের দুবরাজপুরের ১৬টি ওয়ার্ডের ১৬ জন পৌর স্বাস্থ্য কর্মী এমন একাধিক দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার থেকে তাদের অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করলেন। তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হচ্ছে ততদিন এই অবস্থান-বিক্ষোভ এবং কর্মবিরতি চলবে। তারা জানিয়েছেন, তারা কাজ না করলে কতটা সমস্যায় পড়তে হয় এবার বুঝবে সরকার।
তাদের যে সকল দাবী দেওয়া রয়েছে তার মধ্যে মূলত সরকারি স্বীকৃতি, যেকোনো একটি প্রকল্পের আওতায় কাজ করানো, মোবাইল রিচার্জের পুরো টাকা দেওয়া, মৃতকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা, সরকারি ছুটি ইত্যাদি অন্যতম।
