হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরেই বীরভূমের সিউড়ি শহরে শুরু হবে সিউড়ি উৎসব। গত দু’বছর থেকে সিউড়ি উৎসব ঘিরে সাধারণ মানুষদের মধ্যে উন্মাদনা চরমে। কেননা সিউড়ি উৎসবে চমকপ্রদ আতশবাজি থেকে শুরু করে নামিদামি সেলিব্রেটিদের দেখা যায়। এছাড়াও সিউড়ি উৎসবকে ঘিরে বসে বিরাট মেলা।
সিউড়ি উৎসবের এই সকল আয়োজনের প্রস্তুতি এখন চরম পর্যায়ে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরবেলায় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির সহ অন্যান্য কাউন্সিলররা এবং প্রশাসনিক আধিকারিকরা উৎসব স্থল পরিদর্শন করলেন। দেখে নেওয়া হল কোথায় কি কি ব্যবস্থাপনা করা হবে, যাতে করে একেবারে সুষ্ঠুভাবে উৎসব পরিচালনা করা যায়।
আরও পড়ুনঃ ‘এই প্রথম দেখলাম আমাদের ফেভারে কথা বলল’, SIR নিয়ে বিতর্ক বাঁধতেই মুখ খুললেন শতাব্দি
অন্যান্য বছরের মতো চলতি বছরও সিউড়ি উৎসব আয়োজিত হবে সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে। এবার সিউড়ি উৎসব আয়োজিত হতে চলেছে ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ চার দিনের জন্য। এবারও সিউড়ি উৎসবে বিভিন্ন জায়গা থেকে নামিদামি সেলিব্রেটিদের আনা হবে উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য।
