বড়দিনে পুকুর থেকে উদ্ধার মা-মেয়ের দেহ! তুমুল চাঞ্চল্য দুবরাজপুরে

বড়দিন, যখন সবাই উৎসবের মেজাজে মেতে উঠেছেন, তখনই বীরভূমের দুবরাজপুরে মর্মান্তিক ঘটনা! পুকুর থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকে ভেঙে পড়েছেন এলাকার বাসিন্দারা। কেননা মায়ের সঙ্গে উদ্ধার হওয়া মেয়ে অর্থাৎ শিশুটির বয়স মাত্র ২ বছর।

এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায়। যেখানে মোড়ল পুকুর থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, মৃতদের নাম মা মালা হাজরা ও মেয়ে বৃষ্টি হাজরা। গত পরশু থেকে তারা নিখোঁজ ছিলন। গতকাল দুবরাজপুর থানায় নিখোঁজ ডাইরি করা হয়।

আরও পড়ুনঃ জমে ক্ষীর পৌষমেলা! স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল, রইল টাইমটেবিল

আজ, বৃহস্পতিবার সকালে পুকুরের জলে ভাসতে দেখা যায় মা মালা হাজরার মৃতদেহ। এরপরে খোঁজাখুঁজি শুরু হয় তার মেয়ের। পরে পুকুরে নেমে মেয়ের খোঁজ করা হয়। শেষ পর্যন্ত খোঁজ না পাওয়ায় পুকুরে জাল নামায় এলাকার মানুষ। তারপর ওই বাচ্চা মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে রয়েছে দুবরাজপুর থানার পুলিশ। কি করে পুকুরে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।