বীরভূম জেলা নৃত্য ও গান মেলায় এবার আলাদা আকর্ষণ দুর্দান্ত সব বনসাই, দাম শুনলে চোখ কপালে উঠবে

সিউড়ির কলোনি মাঠে শুরু হয়েছে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খাওয়া-দাওয়া, কেনাকাটা কোন কিছুর খামতি নেই এই মেলায়। আর এবার এই মেলার অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত সব বনসাই।

বোগেনভিলিয়া, ছাতিম থেকে শুরু করে দেশি বট, চাইনিজ বট ইত্যাদি বিভিন্ন গাছের বনসাই এখানে আগত দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। এগুলি অবশ্য বিক্রির জন্য নয়, বরং আগত দর্শণার্থীদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে। গান মেলায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে সবুজের পরিবার নামে একটি সংস্থার তরফে।

আরও পড়ুনঃ জেলা-কলকাতার নামিদামি শিল্পীদের নিয়ে সিউড়িতে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা, দেখে নিন কবে কার অনুষ্ঠান

বনসাই হল বৃক্ষ জাতীয় বিভিন্ন ধরনের গাছের ছোট সংস্করণ। তবে এগুলি ছোট হলেও এর দাম কিন্তু হয় আকাশছোঁয়া। বাজারে এগুলির দাম ৩-৪ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত হয় বলেই দাবি করেছেন গাছপ্রেমীরা।