দাবি-দাওয়া আদায়ে রাস্তায় গড়াগড়ি আশা কর্মীদের! জেলাশাসকের সাক্ষাতে জেদ গলে জল

বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আশা কর্মীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। মূলত কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান থেকে শুরু করে ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করা, শর্ত ছাড়া মোবাইল প্রদান ইত্যাদি দাবি-দাওয়া নতুন কিছু নয়। তবে এবার তাদের দাবি দাওয়া যে মাত্রা পেল তার রীতিমত দাগ কেটে গেল সিউড়ি শহরে।

নিজেদের দাবি দাওয়া আদায়ের শুক্রবার আশা কর্মীরা সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ করেন। পথ অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা রাস্তায় গড়াগড়ি দিয়ে নিজেদের দাবি দেওয়া আদায়ের জন্য অভিনব বিক্ষোভে সামিল হন। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে রাস্তায় গড়াগড়ি দিয়ে পথ অবরোধের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছই পুলিশ এবং তারা তাদের সেখান থেকে তুলে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশের এইভাবে তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতেও তারা সরব হন।

আরও পড়ুনঃ বীরভূম জেলা নৃত্য ও গান মেলায় এবার আলাদা আকর্ষণ দুর্দান্ত সব বনসাই, দাম শুনলে চোখ কপালে উঠবে

বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাদের তুলে দেওয়ার পর তারা আসেন জেলাশাসক দপ্তরে। সেখানে জেলাশাসকের কাছে নিজেদের দাবি-দাওয়া পৌঁছে দিতে জেদ ধরে বসেন তারা। পরবর্তীতে অবশ্য তাদের জেদ গলে জেলাশাসক তাদের সঙ্গে দেখা করার পরিপ্রেক্ষিতে। জেলাশাসক আশ্বাস দেন তাদের সমস্ত দাবি দেওয়ার বিষয়গুলি খতিয়ে দেখা হবে।