দেশে প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে একদিকে যেমন বেড়েছে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানির ব্যবহার, ঠিক সেই রকমই আবার এই সকল জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে প্রতিনিয়ত দূষণ বাড়ছে পরিবেশে। দেশের বিভিন্ন জায়গায় এমন দূষণ দেখা গেলেও কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে দূষণের মাত্রা সীমাহীন। এসবের পরিপ্রেক্ষিতেই এবার ১৫ বছরের গাড়িকে জ্বালা নিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জারি হল নতুন নিয়ম।
১৫ বছরের পুরাতন কোন গাড়ি এবার পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল অথবা ডিজেল পাবে না। এমনই কড়া সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। প্রতি বছরই দিল্লিতে দূষণের পরিমাণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষদের শারীরিক ক্ষতির পাশাপাশি টেকা দায় হয়ে পড়েছে। আর এই দূষণ নিয়ে প্রতিবছরই রাজনৈতিক জলঘোলা হতে দেখা যায় দিল্লিতে।
আরও পড়ুন: Shakib Al Hasan: ফের মাঠে দেখা যাবে শাকিবকে, খেলবেন বাংলাদেশের বিরুদ্ধেই
এমন পরিস্থিতিতে এবার দিল্লির নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৫ বছরের পুরাতন কোন গাড়ি পেট্রোল পাম্পে জ্বালানি ভরাতে গেলে ডিজেল অথবা পেট্রোল কিছুই পাবে না। শুধু তাই নয়, এর পাশাপাশি দেশের অন্যান্য জায়গা থেকে দিল্লিতে কোন ১৫ বছরের পুরাতন গাড়ি প্রবেশ করতেও পারবে না। নতুন এইসব নিয়ম আগামী ৩১ মার্চ থেকে দিল্লিতে লাগু হয়ে যাবে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং শেরশাহ।
বিশেষ সেই নিয়ম কার্যকর করার জন্য দিল্লির বিজেপি সরকার পেট্রোল পাম্পগুলিতে বিশেষ যন্ত্র লাগানোর কাজ শুরু করেছে। যে সকল বিশেষ যন্ত্র কোন গাড়ির বয়স কত তার স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করবে। এই যন্ত্রের মাধ্যমেই যখন কোন গাড়ির বয়স ১৫ বছরের বেশি ধরা পড়বে সেই সকল গাড়িকে পেট্রোল অথবা ডিজেল কোন ধরনের জ্বালানি দেওয়া হবে না।
এছাড়াও ১৫ বছরের গাড়িকে চিহ্নিত করার জন্য বিশেষ দিন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং শেরশাহ। সেই বিশেষ টিমও কাজ করবে নিজেদের মত এবং বাইরে থেকে কোন ১৫ বছরের পুরাতন গাড়িকে দিল্লিতে প্রবেশ করতে দেওয়া হবে না। এর পাশাপাশি দিল্লিতে দূষণ ঠেকানোর জন্য বড় নির্মাণক্ষেত্র, বিমানবন্দর, বড় অফিস, হোটেলে অ্যান্টি স্মোকগান লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।