গত ১ জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। যেদিন দলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয়। তবে এরই মাঝে পুরাতন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠল নতুন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
তৃণমূলের এমন গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ী ২ নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর গ্রামে। দু পক্ষের মধ্যে হাতাহাতি। এমনকি এই ঘটনায় তৃণমূলের এক কর্মীর বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত ব্যক্তি অনুব্রত ঘনিষ্ট এহেসানুল হকের সমর্থক। অভিযোগের তীর কাজল শেখ ঘনিষ্ট অঞ্চল সভাপতি রাজু মুখার্জির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে এহেসানুল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীকে আটক করেছে পারুই থানার পুলিশ।
আরও পড়ুনঃ উইল প্রোবেটর ঝামেলায় ইতি! বাতিল হল ব্রিটিশ আমলের উত্তরাধিকার আইনের ধারা
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অবিনাশপুরে দলীয় পতাকা উত্তলনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর একে অপরকে কটুক্তিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি শুরু হয় বচসা। তার থেকেই হাতাহাতি শুরু হয়।
