বাজপাখির মতো ছোঁ-মেরে দুই ম্যাচে দুটি ক্যাচ, সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বের প্রথম দিনের দুটি ম্যাচ হয়। প্রথম খেলাটি হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং দ্বিতীয় খেলাটি হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের। প্রথম এই দুটি খেলায় বড় রান লক্ষ্য করা না গেলেও এই দুটি ম্যাচে দুই খেলোয়াড় তাদের দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য নজির গড়লেন।

Advertisements

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা জয় আনতে না পারলেও ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কাড়েন এডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং চলাকালীন চাপের মুখে তিনি লড়াকু ইনিংস উপহার দেন। পরবর্তীতে ফিল্ডিং করার সময় অবিশ্বাস্য একটি ক্যাচ তালুবন্দি করেন।

Advertisements

এডেন মার্করাম অস্ট্রেলিয়ার ইনিংসের ১৫ তম ওভারে এনরিখ নরকিয়ার বলে স্টিভ স্মিথের যে ক্যাচটি নেন, তা নিঃসন্দেহে চলতি টি-২০ বিশ্বকাপের সেরা ক্যাচ বলা যেতে পারে। এই ম্যাচে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারায়।

Advertisements

একইভাবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আরও একটি দুর্দান্ত কাচের সাক্ষী থাকলো ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় এই ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সামনে এক প্রকার আত্মসমর্পণ করলেও দুর্দান্ত একটি ক্যাচ তালুবন্দি করে নিঃসন্দেহে ম্যাচের সেরা মুহূর্ত উপহার দেন আকিল হোসেন।

এই ম্যাচে ইংল্যান্ডের ইনিংস চলাকালীন সপ্তম ওভারে বল শুরু করেন আকিল হোসেন। ওভারের প্রথম বলটিকেই ড্রাইভ করার সময় ভুল টাইমিংয়ের জন্য হাওয়ায় ভাসিয়ে ফেলেন ইংল্যান্ডের তারকা লিয়াম লিভিংস্টোন। আর সেই হাওয়ায় ভেসে ওঠা বল বাঁদিকে ঝাঁপিয়ে শূন্যে উড়ে বাজপাখির মতো ছোঁ মেরে তালুবন্দি করেন আকিল।

Advertisements