রামের নগরীতে নন-ভেজ ব্যান! আমিষ ও মদ নিয়ে নির্দেশিকা জারি অযোধ্যা প্রশাসনের

অযোধ্যা রাম মন্দিরের চারপাশে বড়সড় পরিবর্তন! জেলা প্রশাসন এখন থেকে রাম মন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ খাবার (মাছ-মাংস-ডিম) ও মদের বিক্রি, পরিবেশন এবং ডেলিভারি পুরোপুরি নিষিদ্ধ (Non Veg Ban in Ayodhya) করে দিয়েছে। এই নতুন নিয়ম শুরু হয়েছে ১০ জানুয়ারি, ২০২৬ থেকে।

জানা গেছে, পঞ্চকোশী পরিক্রমা এলাকায় অনলাইন অ্যাপ (জোম্যাটো, সুইগি) দিয়ে আমিষ খাবার ডেলিভারি হচ্ছিল। এতে ভক্ত ও স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছিল বলে অভিযোগ উঠেছে। তাই প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে।

Non Veg Ban in Ayodhya

অ্যাসিস্ট্যান্ট ফুড কমিশনার মানিকচন্দ্র সিং জানিয়েছেন, আগের নিষেধাজ্ঞা সত্ত্বেও অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে পর্যটকদের কাছে আমিষ খাবার পৌঁছে যাচ্ছিল। এবার অনলাইন ডেলিভারির ওপরও সম্পূর্ণ নিষেধাজ্ঞা। এতে রাম মন্দির এলাকায় ধর্মীয় রীতিনীতি ও পবিত্রতা বজায় থাকবে। হোটেল, রেস্তোরাঁ, হোমস্টে—সবাইকে সতর্ক করা হয়েছে। নিয়ম ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ IPack এর সল্টলেকের অফিসে ED র হানার প্রতিবাদে নামতেই চ্যাংদোলা করে মহুয়া শতাব্দীকে নিয়ে গেল পুলিশ 

আগের নিয়ম কী ছিল?

২০২৫ সালের মে মাসে অযোধ্যা পুরসভা ১৪ কিমি রাম পথে মাংস ও মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছিল। কিন্তু কিছু দোকান এখনও চলছিল। এবার ১৫ কিমি পর্যন্ত বিস্তার করে নতুন নিষেধাজ্ঞা এল।

আপনারও কি অযোধ্যায় যাওয়ার প্ল্যান রয়েছে? যদি থাকে তাহলে আমিষ খাবারের বদলে সাত্ত্বিক খাবার (ফল, মিষ্টি, দই) নিয়ে যান। লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে এই নিয়ম ধর্মীয় ভাব ধরে রাখতে সাহায্য করবে। তাছাড়া সাধুরাও প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।