রাজ্য বিজেপির নির্দেশে সম্প্রতি বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি হয়েছেন উদয় শঙ্কর ব্যানার্জি। তার জেলা সভাপতি হওয়ার পর শুক্রবার ছিল জেলায় প্রথম কোন বড় ধরনের কর্মসূচি। আর সেই কর্মসূচিতেই তাকে রীতিমতো পুলিশকে হুঁশিয়ারি দিতে দেখা গেল। সিউড়ি থানার আইসিকে দেখে নেওয়ার পাশাপাশি থানা ঘেরাও এর হুশিয়ারি দিলেন তিনি।
বীরভূম সংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জীর এমন হুঁশিয়ারির মূল কারণ হলো, ওবিসিদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা। ব্যারিকেড দিয়ে বীরভূম জেলা প্রশাসন ভবন চত্বর ঘিরে ফেলার পরিপ্রেক্ষিতে যখন বিজেপি কর্মী সমর্থকরা জেলা প্রশাসন ভবন চত্বরে আসেন তখন তাদের আটকে যেতে হয়। আর এরপরই বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ব্যারিকেড ভেঙ্গে জেলা শাসক দপ্তর চত্বরে ঢুকে পড়ে। ঘটনার পর পুলিশ তাদের বের করতে গেলে পুলিশের সঙ্গেও বস্তা ধস্তি বাঁধে।
বিজেপি কর্মী সমর্থকদের ব্যারিকেড ভেঙ্গে জেলা শাসক দপ্তর চত্বরে ঢুকে যাওয়ার বিষয়টি অবশ্য বিজেপি জেলাশাসক অন্যভাবে ঘুরিয়ে বলেন, যেহেতু তাদের পূর্বঘোষিত কর্মসূচিকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে তাই কিছু বিজেপি কর্মী উত্তেজিত হয়ে পড়ে। তবে কেউ জেলাশাসক দপ্তর চত্বরে প্রবেশ করেনি।
