ফের ঠান্ডার ঝটকা! দক্ষিণবঙ্গের এই জেলায় পারদ নামবে ৬-এ, দেখুন আজকের আবহাওয়া

জানুয়ারির শুরু থেকেই যে হারে পারদ পতন হয়েছে তাতে বাঙালির জবু থবু অবস্থা। ভোর বেলা তো দূর সকালেও বাইরে বেরোতে অনেকেই দুবার ভাবছেন! তবে এরই মাঝে ফের তাপমাত্রা আরও কমবে বলে জানালো আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? চলুন দেখে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়া

আজ সপ্তাহের দ্বিতীয় দিন হলেও অনেকেই বিবেকানন্দ জয়ন্তীর ছুটি কাটিয়ে প্রথম অফিস যাবেন। তবে কলকাতার তাপমাত্রা কিন্তু নিচের দিকেই থাকছে। আজ সর্বনিম্ন টেম্পারেচার ১২ ডিগ্রি অবধি নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা পার্শ্ববর্তী হুগলি ও হাওড়াতেও পারদ থাকবে নিম্নমুখী।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া চারিদিক। যার জেরে দৃশ্যমান্যতা যেমন কম থাকবে তেমনি থাকবে ঠান্ডাও। বিশেষ করে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ন্যূনতম পেনশন ১০০০ থেকে ৫০০০ টাকা! বড় ঘোষণা করতে পারে EPFO

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের জেলাগুলির মত উত্তরেও শীতের প্রকোপ বেড়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ থেকে কোচবিহার জেলায় সকাল থেকেই কুয়াশার জেরে দৃশ্যমান্যতা একেবারে তলানিতে থেকেছে। দার্জিলিংয়ের কিছু জায়গায় বরফ পড়তেও শুরু করেছে। যার ফলে যে সমস্ত পর্যটক বরুফ দেখতে উত্তরবঙ্গে গিয়েছেন তাদের মনবাঞ্চা পূরণ হয়ে গিয়েছে।