জোড়া মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ! হাসপাতালে এনেও হলো না শেষ সুরক্ষা, মর্মান্তিক পরিণতি দুই যুবকের

দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুজন। মর্মান্তিক এমন ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। মকর সংক্রান্তির দিন এমন মর্মান্তিক ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মকর সংক্রান্তির দিন এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার অন্তর্গত জয়পুর মোড়ের কাছে থাকা একটি হোটেলের সামনে। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকার মানুষজন ছুটে আসেন এবং ওই দুই যুবককে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। তবে তাদের হাসপাতালে আনা হলেও তাদের শেষ রক্ষা করা সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের নাম রাকেশ মাহারা। তার বাড়ি ওই জয়পুরডাঙ্গা এলাকাতেই।

আরও পড়ুনঃ সিউড়িতে স্কুল পড়ুয়াদের ঘাড়েই ভেঙে পড়ল আস্ত লোহার গেট! ভয়ঙ্কর CCTV ফুটেজ দেখে হতবাক সকলেই

জানা যাচ্ছে দুর্ঘটনার সময় একটি মোটর বাইক সিউড়ির দিকে আসছিল এবং আরেকটি মহম্মদ বাজারের দিকে যাচ্ছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই মোহাম্মদ বাজার থানার পুলিশ এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।