আজ থেকেই শুরু ICC U19 World Cup 2026, ষষ্ঠবার খেতার অপেক্ষায় বৈভবেরা! দেখুন গ্রূপ টেবিল

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ (ICC U19 World Cup 2026) আজ থেকে শুরু হচ্ছে। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে এই টুর্নামেন্ট। ১৬টি দল লড়বে খেতাবের জন্য। ভারতীয় দল ফেভারিট। শেষ পাঁচবার ফাইনাল খেলেছে তারা। পাঁচবার চ্যাম্পিয়নও। আয়ুষ মাত্রের নেতৃত্বে এবারও আশা জাগিয়েছে।

এই ইউ-১৯ বিশ্বকাপে ভারত গ্রুপ বি-তে। সঙ্গে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচ আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে। বুলাওয়োতে খেলা শুরু দুপুর ১টা (ভারতীয় সময়)।

ICC U19 World Cup 2026 Group & Teams

চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলো। গ্রুপ এ: অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা। গ্রুপ সি: ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে। গ্রুপ ডি: আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, ওয়েস্ট ইন্ডিজ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা গতবার ভারতকে হারিয়ে জিতেছে। এবার অলিভার পিকের নেতৃত্বে। তানজানিয়া নতুন মুখ। নামিবিয়া সহ-আয়োজক হলেও কোয়ালিফাই করেনি।

আরও পড়ুনঃ সিউড়িতে স্কুল পড়ুয়াদের ঘাড়েই ভেঙে পড়ল আস্ত লোহার গেট! ভয়ঙ্কর CCTV ফুটেজ দেখে হতবাক সকলেই

ভারতের দল ও তারকা খেলোয়াড়রা

ভারতের স্কোয়াড: আয়ুষ মাত্রে (অধিনায়ক), আর.এস. আম্ব্রিশ, কনিষ্ক চৌহান, ডি. দীপেশ, মহম্মদ ইনান, অ্যারন জর্জ, অভিগ্যান কুন্ডু, কিশন কুমার সিং, বিহান মালহোত্রা, উধব মোহন, হেনিল প্যাটেল, খিলান এ. প্যাটেল, হরবংশ সিং, বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী।

বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছরের। পাওয়ার হিটিংয়ে দুর্দান্ত। আইপিএলে নজর কেড়েছে। আয়ুষ মাত্রে অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ তারকা। অভিগ্যান কুন্ডু উইকেটকিপার। দলের ভারসাম্য ভালো।

সময়সূচী ও ভেন্যু

গ্রুপ স্টেজ ১৫ থেকে ২৪ জানুয়ারি। সুপার সিক্স ২৬ জানুয়ারি থেকে। সেমিফাইনাল ৩ ও ৪ ফেব্রুয়ারি। ফাইনাল ৬ ফেব্রুয়ারি হারারে। ম্যাচগুলো বুলাওয়ো, হারারে, উইন্ডহোক ইত্যাদি স্টেডিয়ামে। এছাড়া ভারতের ম্যাচ রয়েছে ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্র, ১৯ জানুয়ারি নিউজিল্যান্ড ও ২২ জানুয়ারি বাংলাদেশে।

প্রসঙ্গত, আইসিসি ইউ-১৯ বিশ্বকাপ ২০২৬-এ ভারতের লক্ষ্য ষষ্ঠ খেতাব। যদিও পাকিস্তান, বাংলাদেশও নিজেদের মত করে লড়াই করার চেষ্টা করবে। অন্যদিকে অস্ট্রেলিয়াও প্রতিদ্বন্দ্বীতার দিকে থেকে কোনো অংশেই পিছিয়ে পড়ার নয়। তাছাড়া প্রতিবছরই ছোটদের এই টুর্নামেন্ট থেকে অনেক তারকা উঠে আসে।