বীরভূম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে রাজকীয় আয়োজন। এমন রাজকীয় আয়োজন করে দুবরাজপুরের ইসলাম স্পোর্টিং ক্লাব। গত ১৪ ডিসেম্বর থেকে বীরভূম জেলার ১৬টি ক্রিকেট টিমকে নিয়ে এই খেলা শুরু হয়। আজ সোমবার ছিল চূড়ান্ত পর্বের খেলা। আর এই চূড়ান্ত পর্বের খেলা চুটিয়ে উপভোগ করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকেও। পাশাপাশি তিনি এমন রাজকীয় আয়োজনের জন্য দুবরাজপুরের ইসলামপুরের পাশে সকলকে থাকার আহ্বান জানান।
এদিনের ফাইনাল খেলায় যে দুটি অংশগ্রহণ করেছিল সেই দুটি দল হল বোলপুর ইয়ুথ টাউন ক্লাব ও দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন। ২০ ওভারের এই খেলায় জয়লাভ করে বোলপুর ইয়ুথ টাউন ক্লাব। জমকালোভাবে ফাইনাল খেলার অনুষ্ঠানের আয়োজন করে দুবরাজপুরের ইসলাম স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ আরও অনেকে।
ফাইনাল খেলায় WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, DPSC চেয়ারম্যান ড. প্রলয় নায়ক, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে সহ অন্যান্যরা।
প্রচুর ক্রিকেটপ্রেমী মানুষ এই ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় দুই দলকে ট্রফি ও নগদ অর্থ ছাড়াও বিভিন্ন রকম প্রাইজ তুলে দেন উপস্থিত ব্যক্তিরা। ইসলাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এই ক্রিকেট খেলা সুচারু ভাবে পরিচালনা করার জন্য তৃতীয় আম্পেয়ারের ব্যবস্থা করা হয়। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে ফাইনাল খেলা দেখার জন্য লাইভের ব্যবস্থাও করা হয়েছিল।
