‘পথ কুকুরদের খাওয়ানোর জন্য অনুদান দিন’, স্কুলের খাদ্য মেলায় চাউমিনের স্টল থেকে আবেদন করে নজির গড়ল ষষ্ঠ শ্রেণির ছাত্র

এখন স্কুল থেকে কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের উদ্বুদ্ধ এবং স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে খাদ্য মেলার। এই সকল খাদ্য মেলায় পড়ুয়াদের ফুচকা থেকে শুরু করে চাওমিন সহ বিভিন্ন ধরনের খাবার নিয়ে স্টল করতে দেখা যাচ্ছে। এই সকল স্টলে বেচাকেনা এবং পড়াশুনো বাদ দিয়ে একদিন হই-হুল্লোড় রীতিমতো পড়ুয়াদের কাছে আনন্দদায়ক হয়ে দাঁড়াচ্ছে। আর এই খাদ্য মেলাতেই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র পথ পুকুরদের খাওয়ানোর জন্য অনুদান চেয়ে রীতিমতো নজির গড়ল।

বীরভূমের বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে প্রতিবছরের মতো এই বছরও খাদ্য মেলার আয়োজন করা হয়েছিল। যেখানে পড়ুয়ারা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আর এই খাদ্য মেলাতেই ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌরমাল্য ব্যানার্জি নজির গড়েছে পথপুকুরদের জন্য অনুদান চেয়ে।

আরও পড়ুনঃ বীরভূম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ট্রফির রাজকীয় আয়োজন! ক্রিকেট ফাইনালের ম্যাচ চুটিয়ে উপভোগ করলেন অনুব্রত

সৌরমাল্য স্কুলের খাদ্য মেলায় যে স্টল করেছিল সেখানে সে ম্যাক্সিক্যান চাওমিন বিক্রি করে। কুড়ি টাকা প্লেট হিসাবে সে চাওমিন বিক্রি করে। তবে এই স্টল থেকে তার রোজগার করা এক টাকাও সে নিজের নয় বরং পাড়ার পথপুকুরদের জন্য সঞ্চয় করার সিদ্ধান্ত নেয়। ষষ্ঠ শ্রেণির এই পড়ুয়া জানিয়েছে, এখান থেকে যে টাকা তার হচ্ছে তার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে তাদের পাড়ায় যে সমস্ত পথ কুকুর রয়েছে সবাইকে সে খাওয়াবে।

ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের এমন ভাবনাকে বাস্তবায়িত করার জন্য সে তার স্টলের সামনে একটি অনুদান বাক্স রেখেছিল। যেখানে উল্লেখ ছিল ‘কুকুরদের জন্য অনুদান করুন।’ ষষ্ঠ শ্রেণীতে পড়া ওই পড়ুয়ার এমন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে সমাজের, প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষেরা।