Birbhum News: বীরভূমের ছাত্রীদের বীরগাঁথা সাফল্য সারা দেশে আলোড়ন তুলেছে। প্রত্যুষা পাল এবং আয়রা হোসেন, এই দুই মেয়ে ‘বীরগাঁথা ৫.০’ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির রাজপথে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার নিতে চলেছেন। বীরভূমের এই অভাবনীয় জয় কলকাতা ও পশ্চিমবঙ্গের যুবসমাজকে অনুপ্রাণিত করছে।
বীরগাঁথা প্রতিযোগিতা | Veer Gatha 5.0
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক, শিক্ষা মন্ত্রক এবং মাইগভ-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বীরগাঁথা ৫.০’ প্রতিযোগিতা ২০২৫-২৬ সালে রেকর্ড ১.৯২ কোটি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। দেশের ১.৯০ লক্ষ স্কুল থেকে অংশগ্রহণকারীরা বীর যোদ্ধাদের আত্মত্যাগ, সামরিক ঐতিহ্য এবং দেশপ্রেমের গল্প নিয়ে কবিতা, প্রবন্ধ, চিত্রকলা বা মাল্টিমিডিয়া উপস্থাপনা জমা দিয়েছেন।
জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে মূল্যায়নের পর ১০০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন। প্রত্যেক বিজয়ী ১০,০০০ টাকা নগদ পুরস্কার এবং প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশেষ আসন পাবেন। এই প্রতিযোগিতা যুবকদের মধ্যে দেশভক্তি জাগ্রত করার লক্ষ্যে শুরু হয়েছে, যা ২০২১ সাল থেকে চলছে।
আরও পড়ুনঃ হার্টের রোগ ঠেকাতে স্মার্ট প্রযুক্তি! অভিনব আয়োজন সিউড়ির সংস্থার, বিনামূল্যে হলো শিবির
দিল্লি যাচ্ছে বীরভূমের মেয়ে প্রত্যুষা ও আয়রা
নলহাটির আটগ্রাম সৈয়দ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির ছাত্রী প্রত্যুষা পাল তার বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন প্রবন্ধ লিখে। অন্যদিকে, রামপুরহাটের দ্য হেরিটেজ স্কুলের তৃতীয়-পঞ্চম শ্রেণির আয়রা হোসেন কবিতা বিভাগে শীর্ষ ২৫-এ স্থান পেয়েছেন। লক্ষ লক্ষ প্রতিযোগীর মধ্যে এই সাফল্য বীরভূমের শিক্ষাক্ষেত্রে নতুন আলো ফেলেছে। স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা তাদের প্রশংসা করেছেন, যা স্থানীয় সমাজে গর্বের বিষয়।
পরিবারের স্বপ্নপূরণ এবং অনুপ্রেরণা
প্রত্যুষার বাবা বিশ্বজিৎ পাল এবং আয়রার মা শিরিন সুলতানা জানিয়েছেন, দিল্লি যাওয়া এবং কুচকাওয়াজ দেখা তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। মেয়েদের সাফল্যে সেই স্বপ্ন এখন সত্যি হচ্ছে। তারা বলেন, “আমরা কখনও দিল্লি যাইনি, কিন্তু মেয়েরা আমাদের স্বপ্ন পূরণ করছে।” এই ঘটনা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার মেয়েদের জন্য অনুপ্রেরণা। বীরভূমের এই ছাত্রীদের দিল্লি জয় প্রমাণ করে, কঠোর পরিশ্রমে সব সম্ভব।
