রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই একের পর এক নতুন নতুন ঘটনা সামনে আসতে দেখা গিয়েছে। এসআইআর নিয়ে নতুন নতুন ঘটনা সামনে আসার পাশাপাশি প্রথম থেকেই তৃণমূল বিজেপি তর্জা লক্ষ্য করা যাচ্ছে। আর এবার সেই তর্জা এসে পৌঁছলো হেয়ারিংয়েও। সিউড়ির কাঁকরখাদকে নিয়ে এমন তর্জা তৈরি হয়েছে।
জানা যাচ্ছে সিউড়ির ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর কাঁকরখাদে প্রায় ১৮০০ মানুষের বসবাস। পরিবারের সংখ্যা পড়লে বলতে হয় আনুমানিক ৪০০। আর এই এলাকার অধিকাংশ বাসিন্দাদেরই এসআইআর হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে বলে দাবি করছে তৃণমূল। তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, পুরোটাই বিজেপির অঙ্গুলী হেলনে করছে ইলেকশন কমিশন। বিজেপি যেমন তাদের বলেছে ঠিক সেই রকম ভাবেই তারা কাজ করছে।
আরও পড়ুনঃ ঝাড়খণ্ডে খুন বেলডাঙার শ্রমিক? দেহ ফিরতেই উত্তেজিত গ্রাম, জাতীয় সড়ক অবরোধ ক্ষুদ্ধ জনতার
এই এলাকার বাসিন্দাদের হেয়ারিং শুরু হয়েছে মকর সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে এবং শেষ হয় ১৬ জানুয়ারি অর্থাৎ শুক্রবার। তৃণমূলের তরফ থেকে দাবী করা হয়, অন্ততপক্ষে ৩০০ পরিবারের সদস্যদের হেয়ারিংয়ের জন্য ডাকা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির স্পষ্ট দাবি, ওই এলাকা এমনিতেই সকলে জানেন কতটা কি থাকতে পারে। কার্যত ওই এলাকার মানুষদের হেয়ারিংয়ের জন্য ডাকার সম্মত কারণ রয়েছে বলেই ডেকেছে ইলেকশন কমিশন। এখানে অসুবিধা তো কিছু নেই। হেয়ারিং দেওয়ার পর যদি যথোপযুক্ত প্রমাণ দেখাতে পারে তাহলে কোন সমস্যা থাকবে না।
