বীরভূমের দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল এলাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল। যে হাসপাতালে শুধু দুবরাজপুর নয়, পাশাপাশি বিভিন্ন এলাকা, এমনকি ঝাড়খণ্ডের মানুষেরাও চিকিৎসার জন্য নির্ভরশীল। আর এমন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ হাসপাতালেই শুক্রবার থেকে বন্ধ হয়ে গেল নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা। মূলত মালিক ও চালকদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এমন ঘটনা বা এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করে থাকে ১৭ টি অ্যাম্বুলেন্স। এই প্রত্যেকটি অ্যাম্বুলেন্স শুক্রবার থেকে তাদের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে অ্যাম্বুলেন্স চালক ও মালিকরা যা জানিয়েছেন তাতে তারা সঠিক সময়ে টাকা পাচ্ছেন না।
জানা যাচ্ছে, দীর্ঘ ১০ মাসের বেশি সময় ধরে তারা টাকা পাননি। বারবার জানিয়েও টাকা না পাওয়ার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এছাড়াও তাদের অভিযোগ, ২০১০ সাল থেকে তারা এমন পরিষেবা দিয়ে থাকলেও তাদের ভাড়া এখনও পর্যন্ত বৃদ্ধি করা হয়নি। তখন ৮ টাকা কিলোমিটার ভাড়া শুরু করা হয়েছিল এবং সেই ভাড়াতেই আজও তাদের অ্যাম্বুলেন্স চালাতে হচ্ছে। অথচ পরে যারা এমন পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে তারা এখন ২৪ টাকা কিলোমিটার পায়।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই নিশ্চয়যান অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে সমস্যায় পড়বেন বেশ কিছু রোগীরা। যদিও এই বিষয়টির দ্রুত সমাধান হবে এমনই প্রতিশ্রুতি দিয়েছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডঃ সলমন মন্ডল।
