দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের অন্দরমহল কেমন! দেখে নিন এক ঝলকে, জেনে নিন গুরুত্বপূর্ণ সব তথ্য

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ১৭ জানুয়ারি, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে এই ট্রেনের সূচনা হবে মালদা স্টেশন থেকে। এই মধ্যেই ট্রেনটি মালদা টাউন স্টেশনে এসে গেছে। আর ট্রেনটি আসার পরিপ্রেক্ষিতেই এর অন্দরমহল কেমন তা সচক্ষে দেখা গেল। চলুন আপনারাও দেখে নিন এই ট্রেনের অন্দরমহল। আর দেখতে দেখতে ট্রেনের রুট সহ অন্যান্য তথ্য জেনে নেব।

নতুন সেমি-হাই-স্পিড ট্রেনটি হাওড়া এবং গুয়াহাটি (কামাখ্যা)-র মধ্যে চলবে। সপ্তাহে ছ’দিন এই ট্রেন চলবে হাওড়া এবং গুয়াহাটির মধ্যে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছাড়বে সন্ধে ৬টা ২০ মিনিটে। কামাখ্যা পৌঁছবে পরের দিন সকাল ৮টা ২০ মিনিটে। আর কামাখ্যা থেকে এই এক্সপ্রেস ছাড়বে সন্ধে ৬টা ১৫ মিনিটে। সেই ট্রেন হাওড়া পৌঁছোবে পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে। অর্থাৎ, ১৪ ঘণ্টাতেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছতে পারবেন যাত্রীরা। বর্তমানে, কামরূপ এক্সপ্রেস এই রুটের সবচেয়ে দ্রুততম ট্রেন, যার একই দূরত্ব অতিক্রম করতে প্রায় ২০ ঘণ্টা সময় নেয়।

আরও পড়ুনঃ আচমকা বন্ধ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা! চালক-মালিকদের সিদ্ধান্তেই এমন পরিস্থিতি

ট্রেনটি স্টপেজ দেবে ১৩টি স্টেশনে থামবে। রাঙ্গিয়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল স্টেশনে থামবে ট্রেনটি।

জানা যাচ্ছে, শুধুমাত্র কনফার্ম টিকিটের অনুমতি দেওয়া হবে। RAC, ওয়েটিং তালিকাভুক্ত বা আংশিকভাবে ওয়েটিং টিকিট থাকা যাত্রীদের হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনে উঠতে দেওয়া হবে না।