Mayapur ISKCON Room Booking Scam: মায়াপুর ইসকন মন্দিরে রুম বুকিংয়ের নামে চলছে বড়সড় প্রতারণা। উৎসবের মৌসুমে ভক্ত ও পর্যটকরা মায়াপুরে গিয়ে থাকার জন্য রুম বুক করেন অনলাইনে। আর তাদেরকেই টার্গেট করে ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে দুর্বৃত্তরা। নদিয়া জেলার এই বিখ্যাত তীর্থস্থানে প্রতিদিন হাজারো মানুষ আসেন। কিন্তু জাল ওয়েবসাইটের ফাঁদে পড়ে অনেকে হারাচ্ছেন টাকা। ইসকন কর্তৃপক্ষ এই মায়াপুর রুম বুকিং জালিয়াতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সতর্কতা জারি করে ভক্তদের সচেতন করা হয়েছে।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত মায়াপুর ইসকন মন্দির বিশ্বের অন্যতম বড় কৃষ্ণভক্তি কেন্দ্র। এখানে প্রভুপাদ ভিলেজ, ইশোদ্যান, গদা ভবন, কুঞ্জ ভবন ও গীতা ভবনের মতো গেস্টহাউস রয়েছে। উৎসবের সময়, যেমন গৌর পূর্ণিমা বা জন্মাষ্টমীতে ভিড় বাড়ে। গবেষণায় দেখা গেছে, অনলাইন প্রতারণা এই সময় বেশি হয়। ভারতীয় সাইবার ক্রাইম রিপোর্ট অনুসারে, ২০২৫ সালে এমন জালিয়াতিতে লক্ষাধিক টাকা হারিয়েছেন মানুষ।
প্রতারণার কৌশল কী?
দুর্বৃত্তরা ভুয়ো ওয়েবসাইট যেমন prabhupadvillage.com-এর মতো তৈরি করে। এগুলো দেখতে আসলের মতো। হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে ডিসকাউন্টের লোভ দেখায়। বুকিংয়ের টাকা নিয়ে সাইট উধাও। অনেক ভক্ত এভাবে প্রতারিত হয়েছেন। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, এই মায়াপুর ইসকন প্রতারণা বন্ধে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ কাজের অস্বাভাবিক চাপ! একসঙ্গে ৭০ বিএলও-র ইস্তাফা বীরভূমে
কীভাবে সুরক্ষিত থাকবেন?
ইসকনের একমাত্র অফিসিয়াল সাইট https://www.visitmayapur.com/ ব্যবহার করুন। এজেন্ট, ফোন বা হোয়াটসঅ্যাপে বুকিং নয়। পেমেন্টের আগে URL চেক করুন। ডিসকাউন্টের লোভে পড়বেন না। সাইবার এক্সপার্টরা বলছেন, দু-স্তরীয় অথেনটিকেশন ব্যবহার করুন।
প্রতারণা দেখলে ১৯৩০ নম্বরে রিপোর্ট করুন। এই সতর্কতা মেনে চললে মায়াপুর রুম বুকিং প্রতারণা থেকে বাঁচতে পারবেন। এছাড়াও পুলিশ সূত্রে জানা গেছে, এমন জাল সাইটের সংখ্যা যতদিন যাচ্ছে ততই বাড়ছে। তাই ভক্তদের সচেতনতাই সেরা অস্ত্র।
