এসআইআর-এর কাজের অস্বাভাবিক চাপ আর সেই চাপ সহ্য করতে না পেরে একসঙ্গে ৭০ জন বিএলও গণইস্তাফা দিলেন বীরভূমে। গত শুক্রবার ইলামবাজারের বিডিও-র কাছে তারা ইস্তাফা দেন।
BLO দের দাবি, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কাজের চাপ, নানা প্রশাসনিক জটিলতা ও হয়রানি, এসবের পরিপ্রেক্ষিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে একাধিক দায়িত্ব একসঙ্গে পালন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেই সঙ্গে কিছু ক্ষেত্রে অযৌক্তিক চাপ ও দায়িত্ব চাপানোর অভিযোগও তোলেন তাঁরা।
আরও পড়ুনঃ সামনেই ভোট, আর ভোটের আগে টোটো চালিয়ে চমক তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহার
ইলামবাজার বিডিও অর্নিবান মজুমদার জানান, বিএলওদের কিছু অভিযোগ রয়েছে, তা শোনা হয়েছে। সরকারি কর্মী হিসেবে তারা যে দায়িত্ব পেয়েছেন তা সম্পূর্ণ করতে বাধ্য। তবে এই পরিস্থিতিতে বিএলওদের অসন্তোষ দেখা দিয়েছে। পাশাপাশি তিনি তাঁদের কাজের চাপের বিষয়টি মেনে নিয়েছেন।
